বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

প্রযুক্তি খাতে নারী কর্মী ১৫ শতাংশ

স্মার্ট বাসের ডিজিটাল ক্লাসরুমে নারীরা ছবি : সংগৃহীত


দেশে তথ্যপ্রযুক্তি খাতে মাত্র ১৫ শতাংশ নারী কাজ করেন বলে জানাচ্ছে খাতটি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ নিয়ে জরিপটির ফলাফল গত বৃহস্পতিবার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানিয়েছে, প্রেনিউর ল্যাব দেশের ১০৭টি বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর জরিপটি চালিয়েছে। যার মধ্যে রয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ই-কমার্স প্রতিষ্ঠান। তবে জরিপটি থেকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওকে বাদ রাখা হয়েছে।

প্রেনিউর ল্যাব বলছে, এসব নারীদের বেশিরভাগই আবার ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, আমরা জরিপটি চালাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি। বিশেষ করে তথ্য সংগ্রহ করতে গিয়ে। প্রতিষ্ঠানটি চেষ্টা করেছে কোম্পানিগুলোর শেয়ার, মালিকানা বা পরিচালনা বোর্ডে কতজন নারী রয়েছেন, তার হিসাব জানতে। কিন্তু অনেক প্রতিষ্ঠান তা জানায়নি।

দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস নির্বাচনের সময় ভোটার তালিকা থেকে নারীদের নিয়ে কিছু তথ্য নেওয়া হয়। সেখানে ৬৮৮টি কোম্পানির মধ্যে মাত্র ৩৩টির প্রতিনিধিত্ব করে, যা শতকরা হিসেবে মাত্র ৫। জরিপটিতে নারীদের ইন্টারনেট ব্যবহার নিয়েও কিছু তথ্য উঠে এসেছে। যেগুলো মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের গুগল অ্যানালিটিকস বিশ্লেষণ করে পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে, দেশের মাত্র ২০ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ১৮ থেকে ২৪ বয়সিরাই সবচেয়ে বেশি ৪৬ শতাংশ। ২৫ থেকে ৩৪ বয়সিরা ৪২ শতাংশ, ৩৫ থেকে ৪৫ এবং তারও বেশি বয়সি ব্যবহারকারী মধ্যে চার শতাংশ। এ ছাড়া ১৩ থেকে ১৭ বছর বয়সি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৮ শতাংশ বলে জানায়।

আরিফ নিজামী বলেন, প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোয় লিঙ্গ সমতায় নজর দিতে হবে। এটা নারীদের এক ধরনের অধিকার। সেটাও বুঝতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান অবশ্য নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে আসার কথাই বলছেন। তিনি বলেন, আগে যারা এই খাতে এসেছেন তারা তো আছেনই। তবে নতুন করে নারীরা এ খাতে কাজ করতে আসছেন, যা আগের তুলনায় অনেকটাই বেশি। তিনি বলেন, বেসিসে যারা নতুন সদস্য হতে আবেদন করছেন তাদের একটা বড় অংশ এখন নারী। যারা কোম্পানির মালিক কিংবা বোর্ডে একটা উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারের অংশীদার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১