বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০১৯

বৃষ্টিতে আলোর মুখ দেখেনি টেস্টের প্রথম দিন

ওয়েলিংটনের আকাশে মুষলধারে বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি ছবি : সংগৃহীত


ভারী বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তুমুল বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি।

আগামীকাল সকালে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে স্থানীয় সময় ১০টায় টস হবে। খেলা শুরু হবে সাড়ে ১০টায়। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে ধারাভাষ্যকাররা বলেছিলেন বৃষ্টি থামলে মধ্যাহ্নভোজনের বিরতির পর খেলা শুরু হতে পারে। কিন্তু সেটি আর হয়ে ওঠে নি। মাঠে যে পরিমাণ পানি জমেছে তাতে মাঠ শুকিয়ে খেলা শুরু করাটাও ছিল বেশ সময় সাপেক্ষ।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর প্রথম টেস্টে একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারও ইনজুরিতে।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১