বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০১৯

এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

এবি ব্যাংকের লোগো সংগৃহীত ছবি


ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভা কক্ষে অনুষ্ঠিত কমিশনেন ৬৭৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড ও সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির মেয়াদ সাত বছর।  যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এবি ব্যাংক বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার টু ক্যাপিটাল বেজ এর শর্ত পূরণ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং আরএসএ ক্যাপিটাল লিমিটেড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১