বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০১৯

ইন্দুরকানীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার ছবি : বাংলাদেশের খবর


পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে ইন্দুরকানী থানার পুলিশ।

সরেজমিনে গেলে জানা যায়, মঙ্গলবার সকাল স্থানীয় লোকজন চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খালে বস্তাবন্দি একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে ইন্দুরকানী থানার পুলিশ এসে সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পড়নে প্যান্ট ও শার্ট ছিল। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে বালিপাড়া ইউনিয়নের একটি খাল থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পোষ্ট মর্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১