আপডেট : ০৪ March ২০১৯
মালয়েশিয়া প্রবাসীরা নিজের মোবাইল থেকেই দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন মোবাইল ক্যাশ অ্যাপস ব্যবহার করে। সেসঙ্গে উপভোগ করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা। মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানী ফেলডা মোবাইল এসডিএন বিএইডি এর সিইও প্রকৌশলী জনাব সাব্বির চৌধুরী এমনটি জানিয়েছেন। সাব্বির চৌধুরী আরো বলেন, মালয়েশিয়ায় প্রবাসীদের কষ্টার্জিত টাকা বাংলাদেশে পাঠাতে গিয়ে প্রবাসীদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। মালয়েশিয়ায় মাত্র কয়েকটা বাংলাদেশী ব্যাংক এর শাখা রয়েছে, যা কোতারায়া ও আশেপাশের এলাকায়, তাই প্রবাসীদের বাধ্য হয়ে বেশি প্রসেসিং ফি খরচ করে টাকা পাঠানো লাগে রেমিটেন্স হাউস গুলার মাধ্যমে। আর ব্যাংক শাখা ও রেমিটেন্স হাউসগুলা সাধারণ কোতারায়া, বুকিতবিনতাং সহ টাউন সাইডে হয়ে থাকে তাই প্রবাসীদের অনেকক্ষেত্রে কর্মস্থল থেকে ছুটি নিয়ে এবং অনেক টাকা গাড়ীভাড়া খরচ করে আসতে হয় টাকা পাঠাতে। আবার অনেক প্রবাসীর পারমিট বা ভিসার কাগজপত্রের সমস্যা থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে আসতে হয় পরিবার বা প্রিয়জনের কাছে টাকা পাঠাতে। তাই দেখা যায় প্রবাসীদের টাকা পাঠাতে এসে বিপদে পড়তে হয়। ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস: টাকা জমা রাখা ও উত্তোলন: রেমিটেন্স পাঠানো: মোবাইল রিচার্জ: বিল পেমেন্ট: অনলাইন শপিং ও সার্ভিস ক্রয়: কোম্পানির ম্যানেজার(সের্লস এন্ড মার্কেটিং) আব্দুল বাতেন জানান, প্রবাসীদের জীবনমান সহজ করার প্রয়াসে ফেলডা মোবাইল কর্তৃক বাজারে আসা এই ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস প্রবাসীদের কাছে সাড়া ফেলেছে। কারন প্রবাসীরা এই ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস ব্যবহার করে আগের চেয়ে অনেক সহজেই দেশে রেমিটেন্স পাঠানো সহ, মোবাইল রিচার্জ, টাকা জমা, উত্তোলন ও অন্যান্য সার্ভিস কিনতে পারছেন। ভিসা কার্ডটা সংগ্রহ করতে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:
প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির কথা চিন্তা করে ফেলডা মোবাইল নিয়ে এসেছে ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস। যে ভিসা কার্ড ও এ্যাপস ব্যবহার করে মালয়েশিয়া প্রবাসীরা মাত্র কয়েকটা ক্লিকেই বাসা অথবা কর্মস্থলে বসেই পরিবার ও প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন। সাথে টাকা জমা রাখা, উত্তোলন, মোবাইল রিচার্জ, বিল-পেমেন্ট, অনলাইন শপিং সুবিধাসহ আরো অনেক সুবিধা।
মালয়েশিয়ায় প্রায় ক্যশটাকা বহন করা অথবা বাসায় ক্যাশটাকা রাখার ঝুঁকিতে পড়তে হয় প্রবাসীদের, অনেক সময় ক্যাশ টাকা নিয়ে রাস্তায় বিভিন্ন ঝামেলায় পড়তে হয়, আবার বাসা থেকেও অনেক সময় টাকা চুরি হয়ে যায়। একটা ফেলমো ভিসা কার্ড নিয়ে সহজেই প্রবাসীরা এই ঝামেলা মুক্ত হতে পারবেন। ফেলমো ভিসা কার্ডে ১০,০০০ (দশ হাজার) রিংগিত পর্যন্ত টাকা জমা করে রাখা যায় এবং যে কোন ভিসা কার্ড সাপোর্টেড এটিএম বুথ থেকে প্রয়োজনমত টাকা উত্তোলন করা যায় তাই ক্যাশটাকা বহন করার ঝামেলা আর থাকবে না।
পরিবার ও প্রিয়জনের কাছে রেমিটেন্স পাঠাতে এখন আর কোন ব্যাংক বা রেমিটেন্স হাউস এ যাওয়ার প্রয়োজন হবে না, ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস ব্যবহার করে সহজেই মাত্র কয়েকটা ক্লিক এর মাধ্যমেই প্রবাসীরা তাদের পরিবার বা প্রিয়জনকে ব্যাংক এর মাধ্যমে, বিকাশ, রকেট, পিন নাম্বার ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিসের সাহায্যে নিজেদের মোবাইল থেকেই টাকা পাঠাতে পারবেন। তাই প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশে পাঠাতে আর কোন ভোগান্তি পোহাতে হবে না।
ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস ব্যবহার করে প্রবাসীরা মালয়েশিয়ায় তাদের U Mobile, Digi, Maxis, XOX, Tunetalk সহ যে কোন মোবাইল অপারেটর এ টপ-আপ করতে পারবেন এবং দেশে তাদের পরিবার ও প্রিয়জন এর GP, Robi, Banglalink, Airtel সহ অন্যান্য মোবাইল অপারেটর এ রিচার্জ বা টপ-আপ পাঠাতে পারবেন।
Tenaga Nasional, TM, TM unifi, Astro, MPSJ সহ মালয়েশিয়ার যে কোন বিল পেমেন্ট করতে পারবেন ফেলমো ভিসা কার্ড ও ফেলমো ক্যাশ অ্যাপস এর সাহায্যে। খুব শীঘ্রই চালু হচ্ছে নিজের মোবাইল থেকেই মালয়েশিয়ায় বসে বাংলাদেশের বিদ্যুত বিল, গ্যাস বিল, পোষ্ট-পেইড মোবাইল বিল সহ অন্যান্য আরও অনেক বিল পেমেন্ট সুবিধা।
ফেলমো ভিসা কার্ড দিয়ে সহজেই Lazada, Amazon, Alibaba, Zalora সহ যে কোন ভিসা কার্ড সাপোর্টেড অনলাইন শপ থেকে কেনাকাটা করা যায়। 7-eleven, Mynews24.com, McDonald’s, Mydin, Giant সহ যে কনো সুপার শপ, শপিংমল ও রেষ্টুরেন্ট এ পে-ওয়েব এর মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যায়। সাথে Grab, Uber, Namecheap, Alipay, Paypal এবং মোবাইল ওয়ালেট সার্ভিস এ ব্যবহার করে সহজেই সার্ভিস গুলা ক্রয় করা যায়।
ABDUL BATEN
Manager (Sales and Marketing)
Felda Mobile
mail: baten@feldamobile.com.my
Contact: 6011-21017803, 6011-53106060
www.facebook.com/feldamobile/
www.feldamobile.com.my/
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১