বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

বন্ধ হচ্ছে মাইক্রোসফটের স্মার্টব্যান্ড


শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের স্মার্টব্যান্ড বা ফিটনেস ট্র্যাকার থেকে হেলথ ড্যাশবোর্ড অ্যাপ সরিয়ে নিচ্ছে। এমনকি ব্যান্ডটির উৎপাদনও বন্ধ করে দিতে চায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনে ওয়ারেন্টিযুক্ত ব্যান্ডধারীদের রিফান্ডের ব্যবস্থাও করতে রাজি রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আগামী ৩১ মে থেকে মাইক্রোসফট হেলথ ড্যাশবোর্ড সাইট বন্ধ করে দেবে। একই সঙ্গে মাইক্রোসফট স্টোর থেকে মাইক্রোসফট ব্যান্ড অ্যাপটি সরিয়ে নেবে। গত শুক্রবার এক ব্লগপোস্টে ঘোষণাটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এখন যেসব সক্রিয় ব্যবহারকারী রয়েছেন মাইক্রোসফট ব্যান্ডের তাদের মধ্যে যারা গত বছরের ১ ডিসেম্বর এবং এ বছরের ১ মার্চের মধ্যে তথ্য দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন তারা রিফান্ডের যোগ্য বিবেচিত হবেন। আর এই দাবি করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

ইতোমধ্যে ওয়েব কানেক্টেড অনেক ফিচার প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ব্যবহারকারীরা এখনো অ্যালার্ম, প্রতিদিনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, কাজকর্মের তথ্য, ঘুমের তথ্য পাচ্ছেন।

এমনকি রিসেট দেওয়ার পর অনেক গ্রাহক আবার সেটি সংযুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু সেটি আর সম্ভব হবে না বলে ব্লগ পোস্টে বলা হয়েছে। ৩১ মে’র মধ্যে ব্যবহারকারীরা তাদের ডাটা অন্যত্র সরিয়ে নিতে পারবেন এক্সপোর্ট টুলসের মাধ্যমে।

এর আগে মাইক্রোসফট ২০১৪ সালে তাদের স্মার্টব্যান্ড বা ফিটনেস ট্র্যাকারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যার মাত্র দুটি মডেল বাজারে ছাড়া হয়। তবে ২০১৬ সাল থেকেই এটি বাজারে কম পরিমাণে ছাড়া হতে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১