আপডেট : ০৩ March ২০১৯
যার তার মেয়ে নয়, বলিউড বাদশাহর মেয়ে বলে কথা। চলনে-বলনে সব কিছুতেই শাহরুখকন্যার ধীরস্থির হওয়ার দরকার ছিল। কিন্তু তা না হয়ে শুরু থেকেই নিজের ইচ্ছেমাফিক চলে নানা কারণে বিতর্কিত হয়েছেন। এবারো এই ঘটনার ব্যত্যয় ঘটেনি। আবার নতুন করে সমালোচনার মুখে পড়লেন সোহানা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সুহানা খান। মাঝে মধ্যেই সুহানাকে নিজের অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে দেখা যায়। আর এই পোস্টের জন্য বেশ কয়েকবার বিভিন্ন কারণে ট্রোলও হতে হয়েছে শাহরুখকন্যাকে। ফের বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হতে হলো সুহানাকে। অবশ্য কারণটা পার্টি করার ছবি শুধু নয়, ছবি ক্যাপশনে সুহানা যে শব্দটি লিখেছেন, তার বানান ভুল ছিল। যে কারণে কেউ সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউবা আবার ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে কটাক্ষ করেছেন। কেউ আবার মত্ত সুহানাকে কটাক্ষ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১