আপডেট : ০২ March ২০১৯
সমাজের সুবিধাবঞ্চিত অভিভাবকহীন পথশিশুদের থাকা, খাওয়ার সুব্যবস্থা রেখে নির্মাণ করা হচ্ছে অরুণোদয় নামক পথশিশু আশ্রয়কেন্দ্র। শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন সরকারি জমিতে হবে এই মানবিক ভবন। আজ শনিবার কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সুবিধাবঞ্চিত অভিভাবকহীন অসহায় পথশিশুদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে শনিবার তাদের জন্য বহুমুখী আশ্রয়কেন্দ্র “অরুণোদয়” ভবন নির্মাণ করা হচ্ছে। তাদের জন্য এ ভবনেই একটু মাথা গোঁজার ঠাই আর দু’মুঠো আহার নিশ্চিত করার জন্য এ প্রয়াস। এছাড়াও তাদেরকে রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে হিলডাউন সার্কিট হাউসের নীচের জমিতে নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত স্কুল। যেটির নির্মাণ কাজ এখন প্রায় শেষ দিকে। তিনি বলেন, রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হলো সকলের অধিকার প্রতিষ্ঠা করা। এফআইভিডিবি প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান,পথ শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করা নতুন জীবন সংগঠনের সভাপতি সাংবাদিক ওমর ফারুক হিরু, সাধারণ সম্পাদক সুমন শর্মাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১