বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০১৯

আহ্, নতুন ভবন!


গত বছর ‘খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়’টি চালু হয় শিশু শ্রেণি দিয়ে। এ বছর ওই বিদ্যালয়ে চালু হয় প্রথম শ্রেণি। আগামী বছর চালু হবে দ্বিতীয় শ্রেণি। এভাবে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হবে। গত বছর বিদ্যালয় চালু হওয়ার পর রুম সঙ্কট দেখা দেয়।

এ বছর সেটি আরো প্রকট আকার ধারণ করে। কিন্তু ভবন নির্মাণের জন্য জায়গা না পাওয়ায় নতুন ভবন তৈরি করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত লীলাবতি ত্রিপুরা নামের এক বৃদ্ধ নিজের বসতভিটা ছেড়ে জায়গা দিলেন বিদ্যালয়ের জন্য। সেখানে নির্মাণ হলো বিদ্যালয়ের ভবন। আর লীলাবতি ত্রিপুরাকে অন্যত্র ঘর করে দেওয়া হলো বসবাসের জন্য। নতুন ভবনটি পেয়ে খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব খুশি। উপজেলা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন মিরসরাইয়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু। তিনি বলেন, রাষ্ট্র যেখানে কাজটি করেনি, সেখানে উদ্যোক্তারা রাষ্ট্রকে পথ দেখালেন। 

ফোরামের সভাপতি ডা. জামশেদ আলম জানান, সুবিধাবঞ্চিত মিরসরাই সদরের পূর্বপাশের পাহাড়ে কোনো বিদ্যালয় ছিল না। পাহাড়ি পথ বেয়ে, ঢাকা-চট্টগ্রাম রেলসড়ক পার হয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক ধরে শিশুদের যেতে হয় মধ্যম তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে।

ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে লীলাবতি ত্রিপুরাকে সন্মানিত করা হয়। এ সময় লীলাবতি আবেগাপ্লুত হয়ে পড়েন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১