আপডেট : ০২ March ২০১৯
দিন দিন অভিনয়ে ব্যস্ততা বাড়ছে ছোটপর্দার এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী আফ্রি সেলিনার। গেল ভালোবাসা দিবসে তিনি বেশ কয়েকটি দর্শকপ্রিয় কাজের মধ্য দিয়ে নিজেকে আলোচনায় আনতে পেরেছেন। ভালোবাসা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’-এ অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। এই চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন এফএস নাঈম। ইউটিউবে ‘চিরকুট’ প্রকাশের পর দুজনেরই অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এ ছাড়া ইভান মনোয়ারের নির্দেশনায় ‘শনিবারের চোর’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন আফ্রি সেলিনা। ভালোবাসা দিবস উপলক্ষে শহীদ ও শুভমিতার মিউজিক্যাল ফিল্ম ‘পত্র মিতা’তেও দেখা গেছে আফ্রি সেলিনাকে। এর পাশাপাশি আসিফ আকবরের ‘ভালোবাসি জানটা’ গানেও তার গ্ল্যামারাস উপস্থিতি শ্রোতা দর্শককে মুগ্ধ করে। মূলকথা ভালোবাসা দিবসকে ঘিরে আফ্রি সেলিনা নানান কাজের মাধ্যমে নিজেকে একটু অন্যরকমভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর তাই বর্তমানে তার প্রতিও নির্মাতাদের আগ্রহ বাড়ছে। বাড়ছে আফ্রি সেলিনার কাজ। আফ্রির ভাষায় তিনি এখন পেশাদার একজন অভিনেত্রী। তাই অভিনয়ের বাইরে আপাতত আর কোনো কিছু নিয়েই তার কোনো ভাবনা নেই। এদিকে আগামীকাল আফ্রি সেলিনা রাজধানীর কয়েকটি স্কুলে দিনব্যাপী প্রতিবন্দ্বী শিশুদের নিয়ে আয়োজিত চ্যারিটি শোতে অংশ নেবেন। নিজের আগ্রহ নিয়েই তিনি এ ধরনের সামাজিক দায়িত্বপূর্ণ কাজে অংশ নেন। ভালোবাসা দিবসের আগে নেটফ্লিক্সে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্বিতীয় কৈশোর’ প্রচার হয়। এতেও অভিনয় করেন আফ্রি সেলিনা। আফ্রি জানান, এরই মধ্যে তিনি সাম্প্রতিক একটি জুয়েলার্স কেলেঙ্কারি ঘটনাকে কেন্দ্র করে ইভান মনোয়ারের নির্দেশনায় ‘রেড স্টোরি’ নামক একটি নাটকে অভিনয় করেছেন। এ নাটকটি শিগগিরই নাগরিক টিভিতে প্রচার হবে। আফ্রি বলেন, ‘একটু একটু করে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলতে পেরেছি, এটাই আমার আত্মতৃপ্তি। ভাবতে বেশ ভালোই লাগে এখন বেশ ভালো ভালো কাজ করছি। হোক সেটা নাটক, শর্টফিল্ম কিংবা মিউজিক ভিডিও। তবে আমি সত্যিকার অর্থেই একজন ভালো অভিনেত্রী হতে চাই। অভিনয়ের পথচলায় আমি জয়া আপার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। সবার সহযোগিতায় নিজেকে অভিনয়ের দুনিয়ার একজন অন্যতম অভিনেত্রীতে পরিণত করতে চাই।’ আফ্রি সেলিনার জন্ম দিল্লিতে হলেও সেই পাঁচ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে নাঈম তালুকদারের ‘অন্যপথ’। তবে এর কাজ এখনো শেষ হয়নি। অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’র কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আফি সেলিনা। চলচ্চিত্রকে ঘিরে তার মধুর অপেক্ষার প্রহর কবে শেষ হবে সেটা আফ্রি নিজেও জানেন না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১