বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০১৯

নওগাঁর আত্রাইয়ে অপহৃত স্কুলছাত্রী জাবি হল থেকে উদ্ধার


নওগাঁর আত্রাই উপজেলা সদরের আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিজানা শারমিন (১৪) কে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের ফজিলাতুননেছা ছাত্রী হলে থেকে উদ্ধার করেছে র‌্যাব -৫ নাটোরের একটি অপারেশন দল। বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত ছাত্রী মিজানা শারমিনকে তার মা তানিয়া বেগমের কাছে হস্তান্তর করেছে। মিজানা শারমিন আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের রহিদুল ইসলামের মেয়ে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরিয়ার জানান, স্কুল ছাত্রী মিজানা শারমিনকে গত ২ শে ফেব্রয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তার স্কুলের সামনে থেকে অপহরন করে সন্ত্রাসীরা । পরবর্তীতে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গুরুদাসপুর ইউএনওর যৌথ প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের ফজিলাতুননেছা ছাত্রী হলে থেকে মিজানা শারমিনকে উদ্ধার করেছে র‌্যাব।

অপহরনের প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১