বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

সোনারগাঁওয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবু নাঈম ইকবাল


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাল। আজ বুধবার উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আবু নাঈম ইকবাল বলেন, সোনারগাঁ উপজেলার সাধারন মানুষের মাঝে শতভাগ সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আতাউর রহমান আক্তার, সাবেক মেম্বার হাজী গরীবে নেওয়াজ, বাবু দ্বিনেশ চন্দ্র, বিল্লাল হোসেন, আব্দুল বাতেন, মোশারফ মোল্লা, আমিন উদ্দিন ও শাহীন মিয়া প্রমূখ।

আবু নাইম ইকবাল বর্তমানে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সোনারগাঁ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

প্রসঙ্গত, চতুর্থ ধাপে ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১