আপডেট : ২৭ February ২০১৯
পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে অতিক্রম করে হামলা চালানো একটি যুদ্ধবিমান ও তার পাইলট নিখোঁজের কথা স্বীকার করেছে ভারত। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এক বক্তব্যে এমন তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। তিনি জানান, ভারত ‘দু:খজনকভাবে’ একটি মিগ-২১ বিমান হারিয়েছে এবং ওই বিমানের পাইলট নিখোঁজ রয়েছেন। ভারত অবস্থা যাচাই করছে এবং পাকিস্তান যে পাইলটকে আটক করে রাখার দাবি করেছে তা নিশ্চিত করেছে। এর আগে, পাকিস্তানে রকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন, ভারত তাদের দেশের সীমান্ত অতিক্রম করার পর তাদের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। একই সঙ্গে ভারতীয় এক বৈমানিককে আটক করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন জওয়ান নিহত হন। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। এরপর প্রতিবেশী দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১