আপডেট : ২৭ February ২০১৯
বাবা-মাকে সঙ্গে নিয়ে থাকলে বাড়িভাড়া ৫০০ টাকা কম নেওয়া হবে এবং এ সুযোগ থাকবে আজীবন। এমনটাই লেখা একটি ফলক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। দেখা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার এক বাড়িওয়ালা তার বাড়ির সামনে একটি ফলক লাগিয়েছেন। তাতে লেখা, এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়িভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেওয়া হবে। এ নির্দেশনা আজীবনের জন্য বলবৎ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফলকের ছবিটি দেখে অনেকে সাধুবাদ জানিয়েছেন ওই বাড়ির মালিককে। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১