আপডেট : ২৬ February ২০১৯
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী সহ ৭জনকে গ্রেফতার করেছে। অভিযানগুলো পরিচালনা করেন থানার এসআই গৌর চন্দ্র সাহা, এএসআই আশিকুর রহমান ও এএসআই দিদারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, পলতী গ্রামের আনোয়ার হোসেন (২৭), দক্ষিন রাজারামপুর গ্রামের জেবল হক (৫৩), বালিয়াকান্দি গ্রামের আমির হোসেন (৩৫), বীরকোট গ্রামের এমাম হোনে (২৪) ও পৌরসভা বিন্নাগুনি গ্রামের মোঃ নিজাম উদ্দিন (৩৭)। এছাড়াও নারী শিশু নির্যাতন মামলায় গোরকাটা গ্রামের গোলাম হোসেন (৩৫) ফেনীর দাগন ভূঁইয়া উপজেলার ইয়াকুবপুর গ্রামের ইসমাইল হোসেন (২৫), এ সময় পুলিশ তাদের নিকট থেকে ১২পিস ইয়াবা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদের দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১