আপডেট : ২৫ February ২০১৯
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আগামী ছয় মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনগুলো স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। রাজধানীর নিকটবর্তী যেকোনো নিরাপদ জায়গায় কেমিক্যাল গোডাউন স্থাপনে জমির ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে গোডাউন স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনা এবং আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.আবদুল হালিম সভায় উপস্থিত ছিলেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোনো জায়গায় চকবাজারের কেমিক্যাল গোডাউনগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সব মহল আগে থেকে সচেতন হলে এ দুর্ঘটনা এড়ানো যেত। এখন গোডাউন স্থানান্তরে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি পুরান ঢাকার রাস্তাঘাট সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ কাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১