আপডেট : ২৫ February ২০১৯
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন উপলক্ষে ভোটার ছাড়া অন্য সবাইকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ডিএনসিসি নির্বাচন সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার রাত ১২টার মধ্যেই যারা ভোটার না তাদের নির্বাচনী এলাকা ছেড়ে দিতে বলা হয়েছে। একই সময় থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত উত্তর সিটি করপোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের যানবাহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবাদানে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১