আপডেট : ২৫ February ২০১৯
শিক্ষার উৎকর্ষ বাড়াতে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় গড়ে তোলা হবে নতুন নেটওয়ার্ক। নেটওয়ার্কে যুক্ত থাকবে এ অঞ্চলের সবগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়। মানসম্মত উচ্চশিক্ষার পাশাপাশি চাকরি নিশ্চিত করে নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখবে এ নেটওয়ার্ক। নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এ বিষয়ে একটি প্রকল্পে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার ব্যয় ধরে ‘হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করবে হিট প্রকল্প। প্রকল্পে ২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। ইউজিসি সূত্র জানায়, হিট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষায় রূপান্তর ঘটাতে চায় ইউজিসি। এর মাধ্যমে উচ্চশিক্ষায় শ্রমবাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষাক্রম প্রণয়ন, পাঠ-ব্যবস্থার উন্নয়ন করা হবে। শিল্প খাতসংশ্লিষ্ট ইন্টার্নশিপ, গ্র্যাজুয়েটদের কর্মবাজারে প্রবেশ পর্যন্ত নজরদারি করা হবে প্রকল্পের আওতায়। চাকরি প্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে ব্যবধান কমাতে গড়ে তোলা হবে বিভিন্ন প্ল্যাটফর্ম। দক্ষতা বাড়াতে শিক্ষকদের মান উন্নয়ন ও পাঠ পরিবেশের উন্নতি নিশ্চিত করা হবে। গবেষণা, অনুসন্ধান ও বাণিজ্যিকীকরণেও থাকবে বিশেষ নজর। বিশ্বব্যাংক সূত্র জানায়, দুই দেশে প্রকল্পটি বাস্তবায়নের কাজ হলেও মূলত তিনটি বড় লক্ষ্য সামনে রেখে নারীশিক্ষা নেটওয়ার্কের কার্যক্রম বিস্তৃত হবে বড় পরিসরে। উচ্চশিক্ষায় নারীর প্রবেশে বাধাগুলো দূর করাই হবে এ নেটওয়ার্কের প্রধান লক্ষ্য। নারীদের চাকরির বাজারে প্রবেশে বাধা দূর করার পাশাপাশি তাদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে এ নেটওয়ার্ক। নারীদের কণ্ঠ সোচ্চার করতে এজেন্সির ভূমিকাও পালন করবে এ নেটওয়ার্ক। নেটওয়ার্কের আওতায় আসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে নারীদের শিক্ষা ও কর্মের বিষয়ে বিভিন্ন ধরনের মডেল নিয়ে আলোচনা হবে। অগ্রাধিকার পাবে সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়ন-ভাবনা। ভৌত অবকাঠামোর পাশাপাশি এ নেটওয়ার্কের ব্যাপ্তি থাকবে অনলাইনেও। শিক্ষা দেওয়া ও নেওয়া, স্বল্প ও ম্যধম দক্ষতার প্রশিক্ষণ, শিক্ষকদের মানোন্নয়ন ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের ব্যবস্থা করবে এ নেটওয়ার্ক। এ ছাড়া নেটওয়ার্কের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জ্ঞান ও দক্ষতা বিনিময়ে ইন্টার্ন পাঠাতে ও গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জ্ঞান, দক্ষতা ও শিক্ষার বিনিময় নিশ্চিত করতে নেটওয়ার্কের আওতায় আসা প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় করবে। প্রাথমিক অবস্থায় এ নেটওয়ার্কে যোগ দেবে বাংলাদেশ ও আফগানিস্তান। পর্যায়ক্রমে চীন, ভারত, নেপাল, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ছাড়া এ অঞ্চলের বিভিন্ন দেশ আসবে নেটওয়ার্কের আওতায়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান এ বিষয়ে বলেন, গত এক দশকে বাংলাদেশে নারীরা শিক্ষা ও কর্মসংস্থানে অসাধারণ সাফল্য অর্জন করেছে। তবু অনেক ক্ষেত্রে তারা সমঅধিকার থেকে বঞ্চিত। শিক্ষা ও চাকরিতে সুযোগ সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে প্রস্তাবিত হিট প্রকল্প। ইউজিসি সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এশিয়ার ৬টি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রকল্প থেকে উপকৃত হবেন বলে মনে করে বিশ্বব্যাংক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১