বাংলাদেশের খবর

আপডেট : ২৫ February ২০১৯

ইয়াবা ব্যবসা হারাম : আহমদ শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ছবি : সংগৃহীত


হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামে মাদক ব্যবসা হারাম। তাই কোনো মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না। ইয়া আল্লাহ, যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ফিরে আসার তৌফিক দান করো। গত শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং বড় মাদরাসায় ২ দিনব্যাপী বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মোনাজাতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়ে আমাদের মূল্যায়ণ করেছেন। আমরাও ভালোমতো ছাত্রছাত্রীদের লেখা পড়া করাই। তারাও ভালোমতো পড়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক।

নামাজের গুরুত্ব উল্লেখ করে আল্লামা শফী বলেন, মুসলমান হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে ২ লাখ ৮৮ হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক। সহিহ মুসলমান হতে হলে মুখে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। দাড়ি রাখাও রাসুলের (সা.) সুন্নত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১