বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

চাঁদপুরে নৌকার টিকিট পেলেন যারা

সাত উপজেলায় নৌকার টিকিট চুড়ান্ত প্রার্থীরা ছবি : বাংলাদেশের খবর


আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে সাত উপজেলায় নৌকার টিকিট চুড়ান্ত হয়েছে।

গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদরে নৌকা মার্কার জন্য মনোনীত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দেওয়ান, হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়ায় শাহজাহান শিশির, মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও কচুয়ায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির।

২৬ ফেব্রুয়ারি এ ৭ উপজেলায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ই মার্চ এবং ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১