বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০১৯

শেষ হচ্ছে পপির সাহসী যোদ্ধা

নায়িকা পপি ছবি : ইন্টারনেট


গত বছরের প্রথম দিকে শুরু হওয়া সাদেক সিদ্দিকী পরিচালিত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং অবশেষে শেষ হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে পপি আবারো এ সিনেমার কাজ শুরু করেছেন। কাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিনেমার শুটিং করবেন পপি। এরপর পপির শুধু একটি গানের দৃশ্যায়নের কাজ বাকি থাকবে বলে জানান নির্মাতা সাদেক সিদ্দিকী।

সাদেক সিদ্দিকী জানান, সবশেষ লটে সিনেমাটির শুটিংয়ে পপি ছাড়া অংশ নেন আমিন খান, ইমন, শিরীন শিলা, সাগরসহ অনেকেই। রাজধানীর ৩০০ ফুট ও আমিন বাজার এলাকায় টানা চার দিন শুটিং শেষে পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিং অবশেষে শেষ হচ্ছে।

ছবিতে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘নানান জটিলতার মধ্য দিয়ে সাদেক ভাই সিনেমাটি বেশ আন্তরিকতা নিয়েই শেষ করছেন। আমার জন্যও একটা চ্যালেঞ্জ ছিল যে, যেভাবেই হোক সিনেমাটির কাজ শেষ করতে হবে। সাদেক সিদ্দিকী ভাইয়েরও একটা চ্যালেঞ্জ ছিল যেন ভালোভাবে সিনেমাটির কাজ শেষ করতে। অবশেষে এই সিনেমার কাজ শেষ করার মধ্য দিয়ে আমাদের চ্যালেঞ্জটাও সফল হচ্ছে। আমার বিশ্বাস, এই সিনেমাটি দেখতে দর্শক হলমুখী হবেন নিশ্চয়ই। কারণ, সাহসী যোদ্ধাতে একটি সুন্দর গল্প আছে, যা সাধারণত এখনকার সিনেমায় খুব কমই থাকে। আমি মনে করি একটি সিনেমার মূল হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমায় সেই গল্প আছে।’

‘সাহসী যোদ্ধা’ সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দ বাজার মাল্টিমিডিয়া। চলতি বছরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান নির্মাতা সাদেক সিদ্দিকী। এদিকে এরই মধ্যে পপি অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’তে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া শিগগিরই পপি তার নতুন সিনেমা ‘সেভ লাইফ’-এর কাজও শুরু করবেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে পপি বলেন, সময় ঘনিয়ে এলেই না হয় সবাইকে জানান দেব। আপাতত হাতে থাকা কাজগুলোর দিকেই একটু মনোযোগ দিতে চাচ্ছি। নির্বাচনের জন্য আলাদাভাবে সময় নিয়ে ভাবব। কারণ শিল্পী সমিতি আমাদের সবার। তাই সবার পাশে থাকার জন্যই এমন শিল্পীদেরই নেতৃত্বে আসা উচিত যাদের দ্বারা সত্যিকার অর্থেই শিল্পীদের কল্যাণ হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১