আপডেট : ২৪ February ২০১৯
এর আগেও ইনজুরিকে পাত্তা দেননি বাংলাদেশ দলের উইকেটকিপার মুশফিকুর রহিম। পাঁজরের চোট নিয়ে তাকে তৃতীয় ওয়ানডেতে খেলতে দেখা গেছে। আগেই চোটের তালিকায় যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। টেস্ট সিরিজ শুরুর আগে এবার অভিজ্ঞ মুশফিককে ঘিরেও জড়ো হচ্ছে নতুন করে দুশ্চিন্তা। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার থাকা নিশ্চিত নয় এখনো। চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে শঙ্কা ছিল ঠিকই। তারপরও খেলেছেন। তার সঙ্গে আরো দুটি চোট চলমান সফরে যাতনা বাড়িয়েছে তার। একটি সাইড স্ট্রেইন, আরেকটি কব্জির চোট। আর এই কব্জির চোটটাই বেশি করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের আগে কতটুকু সেরে উঠবেন তার ওপর নির্ভর করছে মুশফিকের খেলা। বাংলাদেশ কোচ স্টিভ রোডস জানালেন, ‘মুশফিকের কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে কব্জির জায়গায়। বুড়ো আঙুলের ওপরের দিকে সমস্যাটা বেশি। ভালো থাকতে হলে এই জায়গা বেশি নাড়ানো যাবে না।’ কব্জির এই চোট সারাতে বর্তমানে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে মুশফিকের কব্জিতে, যা থাকবে তিন দিন। রোডস জানালেন, এই তিন দিনেই বোঝা যাবে চোটের অবস্থা, ‘সেই স্থানে সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কোনো মুভমেন্ট তার না করতে হয়। তিন দিন এমনভাবে থাকবে, এরপরই তা খুলে দেখা হবে ওর অবস্থা কী। তারপর ব্যথা কেমন সেটাও দেখা হবে। তাই এই মুহূর্তে ও খেলবে না বাদ পড়েছে তা বলতে পারছি না। তাই আমার জবাব- আমি দুঃখিত, বলতে পারছি না এখনই।’ তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। গতকাল থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে চোটের কারণে খেলছেন না মুশফিক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১