আপডেট : ২৩ February ২০১৯
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন হায়দার সানের পরিচালনায় অনুষ্ঠিত এ বর্ধিতসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খান,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন,সাঁথিয়া পৌর মেয়র আলহাজ্ব মিরাজুল ইসলাম ইসলাম প্রামাণিক, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাসান আলী খান,রবিউল করিম হিরু সহসাধারণ সম্পাদক সাখ্ওায়াত হোসেন সাজ্জাদ,পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী,মুক্তিযোদ্ধা আ: লতিফ, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিমা সুলতানা শীলা, আওয়ামী লীগ নেতা জীবন কুমার কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুল হক স্বপন প্রামাণিক, সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা প্রমুখ। সভায় আসন্ন দ্বিতীয় ধাপে ১৮ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় অসুস্থ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের আরোগ্য কামনা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১