আপডেট : ২৩ February ২০১৯
বরিশালের গৌরনদীতে শারীরিক নির্যাতনে সৌরভ মন্ডল (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সৌরভ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের দিনমজুর কার্তিক মন্ডলের ছেলে। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, সৌরভ নিহত হওয়ার ঘটনায় তার বাবা বাদী হয়ে শনিবার মামলা করেছেন। এতে চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের কার্তিক মন্ডলের সঙ্গে পাশের উত্তর মাগুরা গ্রামের মো, মোস্তফা মোল্লার পুত্র বেলাল মোল্লার (৩৫) বিরোধ চলে আসছিল। গত ১৫ ফেব্রুয়ারি সৌরভ মন্ডলের বাবা মা দক্ষিন মাদ্রা জমিতে কাজে যান। এ সময় বসত ঘরের পাশ্ববর্তি স্থানে ডোবায় মাছ ধরছিল উত্তর মাগুরা গ্রামের মো, মোস্তফা মোল্লার পুত্র বেলাল মোল্লা (৩৫) ও তার সহযোগী একই গ্রামের শাহ আলম মাতুব্বরের পুত্র ফারুক মাতুব্বর (৩২)। পুকুর পাড়ে মাছ ধরা দেখছিল শিশু সৌরভ মন্ডল। এক পর্যায়ে মাছ চুরির অপবাদ দিয়ে বেলাল মোল্লা ও ফারুক মাতুব্বর সৌরভকে নির্যাতন করে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবনতি ঘটলে পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সৌরভ মন্ডল শুক্রবার রাত সাড়ে ১১টায় মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১