আপডেট : ২৩ February ২০১৯
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামে মদপানের পৃথক ঘটনায় ৫০ ব্যক্তি মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০ জন। দেশটির পুলিশ কর্মকর্তা জুলি সনোয়াল বলেন, আসাম রাজ্যের গোলাঘাট ও জোরহাট জেলায় হতাতদের বেশির ভাগ চা-শ্রমিক। তিনি বলেন, শ্রমিকরা কোনো এক সময় নিম্নমানের মিথাইল অ্যালকোহল পান করে। যা তাদের নার্ভকে অকার্য করে দেয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে তারা অচেতন হয়ে পড়ে। এরপর তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় স্থানীয় একটি মদ দোকানের মালিক এবং আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধভাবে নিম্ন মানের মদপানে মৃত্যু একটি সাধারণ ঘটনা। কারণ, অনেকেই লাইসেন্সযুক্ত ব্র্যান্ডের মদ কেনার সামর্থ রাখে না। তাই গরীব শ্রমিকরা বাধ্য হয়ে সস্তা ও নিম্নমানের মদ পান করে এ ধরনের মৃত্যু ও অসুস্থতার শিকার হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১