বাংলাদেশের খবর

আপডেট : ২৩ February ২০১৯

নতুন দুশ্চিন্তায় বিজ্ঞানীরা, ধেয়ে আসছে দৈত্যকার গ্রহাণু


বিজ্ঞানীদের কপালে ভাঁজ। নতুন এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন-রাত পার করছেন তারা। পুরনো সমস্যা নতুন করে হাজির হয়েছে। ফলে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যকার গ্রহাণু। সেই গ্রহাণুর পোশাকি নাম ২০১৯ সিওয়াই।

বিজ্ঞানীদের মতে, আগামী বুধবার দুপুরের দিকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এটি। দূরত্ব হবে ১২ লাখ ৬০ হাজার কিলোমিটার। জানা গেছে, ৭৮ ফুটের এই গ্রহাণুকে প্রথম দেখা গিয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। নাসার পক্ষ থকে যদিও জানানো হয়েছে পৃথিবীর দিকে এর আছড়ে পড়ার সম্ভাবনা কম। তবে আশঙ্কা কাটছে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই ধরনের গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ছেদ করে আর এটাই মূলত চিন্তার কারণ। পাশাপাশি এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। যার দূরত্ব হবে ১২ লাখ ৬০ হাজার কিলোমিটার। যা খুব কাছে মনে না হলেও, মহাজাগতিক ক্ষেত্রে এই দূরত্ব বেশ কম।

উল্লেখ্য, এই গ্রহাণু কোনো বস্তুর ওপর আছড়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী, পৃথিবীর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে আশঙ্কা থাকছেই। ফলে ২০১৯ সিওয়াই নামের এই গ্রহাণুর দিকে এ মুহূর্তে নজর রাখছেন বিজ্ঞানীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১