আপডেট : ২৩ February ২০১৯
শফিকুর রহমান শান্তনুর লেখা নতুন নাটক ‘দূর পাহাড়ের চূড়ায়’ অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, পীরজাদা হারুন, মনিরুল ইসলাস মনির, সানিতা প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটি আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। নতুন নাটক নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘ছবিতে আমার নাম তিশা। তিশা হচ্ছে একই সঙ্গে বুদ্ধিমতী ও বদমেজাজি একটি মেয়ে।’ ‘দূর পাহাড়ের চূড়ায়’ নাটকের গল্পে দেখা যাবে, পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে পেটে বোমা মারলেও তার মুখ থেকে কথা আদায় করা মুশকিল। এ কারণেই সে কোনো মেয়েকে বিয়ে করা তো দূর, প্রেমও করতে পারেনি। সে তার পিএ ঝুনাকে নিয়ে এক গবেষণার কাজে আসে নেপালে। একই রিসোর্টে ওঠে তিশা। পুলক অন্যমনস্ক হয়ে তিশার পেছনের চুল দেখে তার গায়ে হাত দেওয়ামাত্র তিশা রেগে যায়। পুলককে এই অভিযোগে যা-তা বলে। পুলক তো লজ্জায় কুঁকড়ে যায়। সে বার বার বোঝাতে চায়, সে ভেবেছিল তার পিএ। এ সময় তার পিএ ঝুনা এসে দাঁড়ায়। তিশা দেখে, ঝুনার চুল মেয়েদের মতো লম্বা (লম্বা পরচুলা)। তিশা তখন বোঝে, পুলক ভুলবশতই তার গায়ে হাত দিয়েছিল। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এগিয়ে চলে নাটকের কাহিনী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১