বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০১৯

চকবাজারে অগ্নিকাণ্ড

নিহত শ্রমিকদের পরিবারকে ১ লাখ টাকা দেবে শ্রম মন্ত্রণালয়


রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এছাড়া আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা দেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আক্তারুল ইসলাম। খবর ইউএনবির

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর মুন্নুজান সুফিয়ান গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং অর্ধ-শতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেটি আশপাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১