বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০১৯

পীরগঞ্জের চতরায় বউ-শাশুড়ী মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জের চতরায় বউ-শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত হয় প্রতিনিধির পাঠানো ছবি


রংপুরের পীরগঞ্জ চতরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আয়োজনে এবং ল্যাম্ব-বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রাঙ্গনে বুধবার দিনব্যাপী একটি সচেতনতা মূলক বউ-শাশুড়ির মেলায় আয়োজন করা হয়। মেলার মূল উদ্দ্যেশ্য হল প্রিটার্ম বার্থ বন্ধ করা, প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি বৃদ্ধি করা, জেন্ডার সমতা, স্বামীদের সাংসারিক কাজে অংশগ্রহণ বাড়ানো। শাশুড়িরা যেন তাদের বউদের সাথে ভাল ব্যবহার করে তাদেরকে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চেকআফ এর জন্য আসে এবং একজন বউ যখন গর্ভবর্তী হয় তখন সর্বাক্ষনিক তার প্রতিটি কাজে সহযোগিতা ও যত্ন নেওয়া।

মেলার উদ্বোধন করেন চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন এছাড়াও উপস্থিত ছিলেন বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, চতরা নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর দানিয়াল, বর্ণ অন টাইম প্রকল্পের রতন এককা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপলাল মুরমু।

মেলায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য, বউ-শাশুড়ি, অ্যাডোলেসন্ট, অভিভাবক, বাবা সহ তিন শতাধিক মানুষের জন সমাগম ছিল।

মেলায় বউদের জন্য চেয়ার খেলা-শাশুড়িদের জন্য বালিশ পাচার, বাবাদের জন্য কাপড় গোছানো, সাপোর্ট গ্রুপের জন্য হাড়ি ভাঙ্গা খেলা, কিশোরদের জন্য ছবিতে টিপ পড়ানো, কিশোরীদের জন্য বল নিক্ষেপ ও কুইজ (প্রি-টার্ম, জেন্ডার সমতা, বাল্য বিবাহ, গর্ভকালিন সেবা ইত্যাদি) প্রতিযোগীতা এবং কিশোর-কিশোরীদের জন্য উপস্থিত বক্তব্যের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় জনসচেতনতা মূলক একটি নাটক প্রচারিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১