আপডেট : ২০ February ২০১৯
লক্ষ্মীপুরে এক যুবকের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বখাটে যুবক ফারুক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ভক্তভোগী শিশুটির বাবা জানান, বাস টার্মিনাল এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় আবু সায়েদের বখাটে ছেলে ফারুক চকলেটের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে এলে ফারুক পালিয়ে যায়। পরে শিশুটিকে নিয়ে তিনি সদর থানায় অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১