আপডেট : ২০ February ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের হোসেন, এসআই কামাল হোসেন ও এএসআই ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহিদুল ইসলামকে গ্রেফতার করে। শহিদুল ইসলাম মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। জানা গেছে, আদালত শহিদুল ইসলামের বিরুদ্ধে দুইটি সিআর মামলায় দুই বছরের সাজা ও ৪৬ লাখ টাকা জরিমানা করে। এরপর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১