বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

`শাজাহান খানকে নিয়ে সড়ক কমিটি জাতির সঙ্গে তামাশা'

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংগৃহীত ছবি


দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য সাবেক মন্ত্রী শাজাহান খানকে দায়ী করে বিএনপি বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে তাকেই (শাজাহান খান) প্রধান করে ১৫ সদস্যের কমিটি গঠন করা জাতির সঙ্গে তামাশা মাত্র।

আজ মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ জাতীয় কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহবায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে তা রীতিমতো হাস্যকর। এই শ্রমিক নেতার কারণেই সড়কে যতো প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে তখনই এই শাজাহান খানরাই বাধার সৃষ্টি করেছে। কাজেই তাকে আহবায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে তা জাতির সঙ্গে তামাশা মাত্র।

রিজভী বলেন, সড়কে জনগণের দুর্ভোগ নিয়ে সরকার  কমই ভাবে। তাদের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই। জনগণ তাদের দ্বারা অব্যাহতভাবে প্রতারিত হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়।

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কি ব্যবস্থা নেয়া যায় তা এ কমিটিকে আগামী ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১