আপডেট : ১৯ February ২০১৯
পাবনার সাঁথিয়ায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো, করমজা গ্রামের মৃতঃ রশিদের ছেলে সোবাহান(৪৭) ও সানিলা গ্রামের সিদ্দিকের ছেলে আলম(৪৫) । এর মধ্যে সোবাহানের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। একই রাতে মল্লিক পাড়া গ্রামের হাসেমের ছেলে আরেক মাদক ব্যবসায়ী ফারুক(২৮)কে আটক করে পুলিশ। তার কাছ থেকে ০৭ পিস ইয়াবা পাওয়া যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এদের বিরুদ্ধে মাদকদব্র্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১