বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

দৌলতপুরে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

বন্দুকযুদ্ধে নিহত দুই যুবক ছবি : বাংলাদেশের খবর


কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাত দলের দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

আজ মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন : গরুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন মুফা (৪৫) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪২)।

‍ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া মাঠের কাটাদহ নামক স্থানে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গোলাগুলির শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশ ও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাত সদস্যকে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাতদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১