বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০১৯

কুমিল্লায় যৌন হয়রানীর অভিযোগে বখাটের ২ বছরের কারাদণ্ড


কুমিল্লায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে তুহিন নামে এক বখাটেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তুহিন জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার বাবুল মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজেস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, রবিবার সন্ধ্যায় ওই কলেজছাত্রী দৌলতপুর এলাকা দিয়ে বাড়িতে যাচ্ছিল। এসময় বখাটে তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। একপর্যায়ে সে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে ভ্রাম্যমান আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১