বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০১৯

‘ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ তামাশা’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছবি : সংগৃহীত


ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণকে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি (মহিলা বিষয়ক সম্পাদক) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘নারী ও শিশু নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক সভায় মোশাররফ হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের একজন একজন করে ধরা হচ্ছে। আবার পুলিশ অফিসার গিয়ে ঘটা করে ধরছে। পুলিশের কাছে আগেও তো লিস্ট ছিল। তাদের ধরে এমনভাবে মামলা দেওয়া হয়, যাতে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে। এসব করার মূল কারণ একটাই- তারা ক্ষমতাসীন দলের লোক। সুতরাং আত্মসমর্পণের নামে যা হচ্ছে তা  তামাশা ছাড়া আর কিছুই নয়।

তিনি আরো বলেন, আমাদের দলের অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন চলছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। আজকে যেদিকেই তাকাবেন সবদিকেই অবক্ষয়। দেশে গণতন্ত্র নেই বলেই এমনটা হচ্ছে। নারী নির্যাতন তীব্র আকার ধারণ করেছে। সামাজিক মূল্যবোধ তলানিতে ঠেকেছে। দেশে একনায়কতন্ত্র চলছে, এক ব্যক্তির শাসন চলছে।

এক বছর পার হয়ে গেল, এখনো নানা অজুহাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। একজন নারী প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও দেশে নারী ও শিশু নির্যাতিত হচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়।

জনগণ ৩০ ডিসেম্বর জীবন বাজী রেখে ভোট দিতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করব। বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা এতে সভাপতিত্ব করেন। মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১