আপডেট : ১৭ February ২০১৯
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া সওজের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, ‘বাঞ্ছারামপুর-হোমনা-মুরাদনগর সড়কের বেশ কিছু জায়গায় গর্ত রয়েছে। কিছু কাজ হয়েছে। কিছু কাজ মার্চের মধ্যেই শুরু করবো। চলতি মাসে ২৬ কোটি টাকার টেন্ডার হবার কথা রয়েছে।’
দীর্ঘদিন সংস্কার না করায় বাঞ্ছারামপুরের সাথে পার্শ্ববর্তী উপজেলা হোমনা-মুরাদনগর-নবীনগর আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর অংশে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এসব গর্তে প্রতিদিন গাড়ি আটকে যায়। বর্তমান শুষ্ক মৌসুমে বিভিন্ন খানাখন্দে যাত্রী ও পরিবহন কোন রকম করে পাড়ি দিয়ে যাচ্ছে গন্তব্যে। বিশেষ করে হোমনা সড়কের উজানচর-সোনারামপুর পর্যন্ত ৯ কি:মি: রাস্তা গাড়ি চলে পায়ে হাটার গতিতে।এসব রাস্তায় খুব বেশী জরুরী কাজ ছাড়া জনগন ব্যবহার করছেন না বলে কথা বলে জানা গেছে। এ অবস্থায় দ্রুত সড়কের এই অংশ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১