বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০১৯

‘বিদেশীরাও উন্নয়ণের প্রশংসায় পঞ্চমূখ’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করছেন এ্যাড. নরুল আমিন রুহুল এমপিসহ আ.লীগের নেতৃবৃন্দ ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এমপি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ আজ অনেক এগিয়ে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে। আমরা কখনো চিন্তাই করিনি মোবাইলে চেহারা দেখে কথা বলতে পারবো। বিজ্ঞান আজ এ সুফল দিয়েছে আমাদের। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে বিদেশীরাও বাংলাদেশের উন্নয়ণের প্রশংসায় পঞ্চমূখ।

গতকাল শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্র্রি কলেজের ৪তলা বিশিষ্ট ১তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণে বাংলাদেশ বিশ্বের রোল মডেল্ বিদেশীরা এখন বাংলাদেশের উন্নয়ণে প্রশংসায় পঞ্চমূখ। এ ধারাবাহিকতা সম্ভব হয়েছে একমাত্র আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে। এসময় তিনি বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে দেশের উন্নয়ন থমকে যেতো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই আজ সমৃদ্ধশালী বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই, উপবৃত্তি দিয়েছেন। শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজে একটা না দুইটা না পাঁচটা ভবন হবে। ছাত্র-ছাত্রীদের আলাদা আলাদা ছাত্রাবাস হবে। তোমরা শুধু মন দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফল উপহার দিবা। আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পিতা মাতা, দেশ, জাতি ও সমাজের জন্য কাজ কর।

আলোচনা সভায় নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ তরফদারের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এসএম বিল্লাল হোসেন, জনতা ব্যাংকের জিএম মনিরুজ্জামান ঢালী, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাউরী আহম্মাদীয়া উবির সাবেক সভাপতি মো. আক্তার হোসেন উপস্থি ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১