বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০১৯

শেষ হলো বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত তিন দিনের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা গতকাল শেষ হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের ছেলেমেয়েরা আজ বিশ্বে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। নাসাসহ গুগল, অ্যামাজন, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে চাকরি করছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছে।

তিনি আরো বলেন, বিজ্ঞান হলো যেটা আগে ছিল না সেটাকে চিন্তা করে বের করা। অবিরাম সমস্যা সমাধান করতে হবে এটা খুবই আনন্দের। শিশুদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে কিন্তু প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করে।

এবারের মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২১৩ জনের অধিক প্রতিযোগী তাদের ৭৮টির অধিক প্রকল্প প্রদর্শন করে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করে।

মেলায় নবম-দশম শ্রেণি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর প্রকল্প ‘স্মার্ট ডাস্টবিন’। এ ছাড়া আরো তিনটি প্রকল্প পেয়েছে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। ‘অ্যা কমপ্লিট সিকিউরিটি সিস্টেম ফর ভেহিকলস উইথ ট্রাফিক সলিউশন’ শীর্ষক একটি প্রকল্প স্বশিক্ষিত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১