বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০১৯

নতুন ভার্চুয়াল মুদ্রা

জেপিএম কয়েন আসছে বাজারে

জেপিএম কয়েন আসছে বাজারে ছবি : সংগৃহীত


নিজস্ব ভার্চুয়াল মুদ্রা উন্মোচনের ঘোষণা দিয়েছে আর্থিক সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান জেপিমরগ্যান চেজ। জেপিএম কয়েন নামে আনা এই নতুন ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল মুদ্রা সম্ভবত প্রতিষ্ঠানটির কর্মী ও করপোরেট গ্রাহকদেরকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেনের সুযোগ করে দেবে।

কয়েকটি ব্যাংক সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি আনার বিষয়টি বিবেচনা করছে। তবে এক্ষেত্রে জেপিমরগ্যানের এমন সিদ্ধান্ত একটু অবাক করার মতোই বলে উল্লেখ করেছে সিএনএন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেমি ডিমন বলেছেন, প্রচলিত যে লেনদেন ব্যবস্থায় কয়েক দিন সময় লেগে যায় তার বিকল্প হিসেবেই জায়গা করে নেবে ক্রিপ্টোকারেন্সি। এক সময় ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও তাদের কর্মীদের মুহূর্তের মধ্যেই পারিশ্রমিক পরিশোধে জেপিএম কয়েন ব্যবহার শুরু করবে।

সাধারণ গ্রাহকরা এই ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে কেনাকাটা বা লেনদেন করতে পারবেন কি না তা নিয়ে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন খাতে প্রবেশে এটিই যে জেপি মরগ্যানের প্রথম পদক্ষেপ তা নয়। এর আগে নিজস্ব ইথারনাম ব্লকচেইন নেটওয়ার্ক বানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যান্য ভার্চুয়াল মুদ্রার তুলনায় জেপিএম কয়েনের দাম স্থিতিশীল রাখতে একে ডলারের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। কয়েক মাসের মধ্যে স্বল্প পরিমাণে এই মুদ্রা বাজারে ছাড়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১