আপডেট : ১৬ February ২০১৯
আউট হওয়ার পর ক্রিজে মাথা নিচু করে আছেন মুশফিকুর রহিম। ছবি : ইএসপিএন নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আট উইকেটের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অনেকটা হেসে খেলে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। আজ শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের বিপর্যয়ে ফের ব্যাট হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৫৭ রান। ৭ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। বাকিদের ছোট ছোট ইনিংস মিলিয়ে ৪৯.৪ ওভারে ২২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এই হারের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতল জিল্যান্ড
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১