বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০১৯

চলছে প্রথম পর্বের আখেরি মোনাজাত.....

আখেরি মোনাজাতে অংশ গ্রহণকারী মুসল্লিরা ছবি : সংগৃহীত


শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। দেশ ও জাতির কল্যাণ কামনা করে শুরু হয় এ মুনাজাত।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে লাখো মুসল্লি অংশ গ্রহণে শুরু হয় মোনাজাত। এর মধ্যদিয়েই শেষ হবে ৫৪তম এ আয়োজনের প্রথম পর্ব।

আগামীকাল রোববার বাদ ফজর দ্বিতীয় পর্ব শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এর আগে সকাল থেকে পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ হেদায়েতি বয়ান শুরু করেন । তার বয়ানের বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর রাত থেকেই মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যেতে শুরু করে। অনেকই ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১