বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০১৯

আরও সহস্রাধিক পর্নোসাইট বন্ধ করল বিটিআরসি


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধ করতে সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) নির্দেশ দিয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘বিটিআরসির নির্দেশ অনুসারে আইআইজি ইতোমধ্যে বিভিন্ন পর্নো সাইট বন্ধ করে দেওয়া শুরু করেছে।’

তিনি বলেন, ‘পর্নো সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে।’

পর্নো সাইট বন্ধে বিটিআরসি দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো এ নির্দেশ দিল। তারা ৬ ফেব্রুয়ারি ২৪৪টি এবং ৮ ফেব্রুয়ারি ১৩ শ পর্নো সাইট বন্ধে আইআইজিকে নির্দেশ দিয়েছিল।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে হাইকোর্ট পর্নো সাইট বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়। তখন বিটিআরসি প্রায় ৫০০ সাইট বন্ধ করেছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১