বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০১৯

গুগলের বিরুদ্ধে ভারতের অভিযোগ


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অপব্যবহারের দায়ে গুগলকে অভিযুক্ত করেছে ভারতের কম্পিটিশন কমিশন (সিসিআই)। সংস্থাটি অভিযোগ করে বলেছে, অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগল তাদের প্রতিদ্বন্দ্বীকে ব্লক করার জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহার করেছে। অপব্যবহারের শিকার অন্তত চারটি প্রতিষ্ঠান বার্তা সংস্থা রয়টার্সকে এমন কথা জানিয়েছে।

এর আগে ইউরোপের অ্যান্টি ট্রাস্ট কমিশনে যে ৫০০ কোটি ডলারের জরিমানার শিকার হয় গুগল, ভারতের করা এই অভিযোগ সেটার সঙ্গে পুরোপুরি মিল রয়েছে বলে জানাচ্ছে সিসিআই।

গত ছয় মাস ধরে পর্যবেক্ষণ করার পরই অভিযোগটি করেছে সিসিআই। এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন গুগলের বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ পায় যে, প্রতিষ্ঠানটি বাজারে নিজেদের পণ্য বা সেবা অন্যদের চেয়ে এগিয়ে রাখতে তাদের সার্চ রেজাল্টের পরিবর্তনসহ বেশকিছু কাজ করেছে। এমনকি তাদের বিভিন্ন অ্যাপ ডিভাইসে আগে থেকেই ইনস্টল করার ব্যাপারেও কাজ করেছে।

এই অভিযোগটি ইউরোপিয়ান ইউনিয়নের করা অভিযোগের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। কিন্তু এটা একেবারেই প্রাথমিক ধাপ বলে সিসিআইয়ের তদন্তের ব্যাপারে সতর্ক রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

রয়টার্সের এই প্রতিবেদনের জন্য প্রশ্ন করা হলে গুগলের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে। তবে ভারতে এসব বিষয়ের ওপর নজরদারি নিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর আগে অবশ্য এমন অভিযোগ ওঠেনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এখন যেহেতু উঠেছে, সেটা নিয়ে আরো তদন্ত করবে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১