বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০১৯

রাজবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে : নিহত ২

রাজবাড়ী ম্যাপ


রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে। পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন : বগুড়ার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)।

রেজাউল করিম জানান, মাগুড়া থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। পথে দুর্ঘটনায় পড়ে তারা নিহত হন।

খবর পেয়ে ভোর রাতে লাশ উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১