আপডেট : ১৪ February ২০১৯
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ২০১৯-২০২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রযুক্তি সম্পাদক মোজাহেদুল ইসলাম ঢেউ এবং সাধারণ সম্পাদক সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হাসান জাকির। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নির্বাচন কমিশন মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। কমিশনের অন্য দুই সদস্য হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন এবং মেহেদী হাসান পলাশ। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিআইজেএফের নিজস্ব কার্যালয়ে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড), যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ (আলোকিত বাংলাদেশ), গবেষণা সম্পাদক জান্নাতুল ইসলাম রাহাদ (ডেইলি সান), কোষাধ্যক্ষ এনামুল করিম (ডিজিটাল সময়), সাংগঠনিক সম্পাদক হাসিব রহমান (খোলা কাগজ) এবং নির্বাহী সদস্য মিজানুর রহমান সোহেল (যুগান্তর) ও রাহিতুল ইসলাম রুয়েল (কমপিউটার জগৎ)। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়। এ লক্ষ্যে গত ১৩ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। এতে বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে। তবে শেষ সময়ে একই পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রাথমিকভাবে মনোনয়ন জমাদানকারী প্রার্থীরাই বিজয়ী বলে বিবেচিত হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে বিজয়ীদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বাংলাদেশের গণমাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদ পরিবেশনায় যুক্ত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করে বিআইজেএফ। বর্তমানে সংগঠনটিতে দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশনের তথ্যপ্রযুক্তি সাংবাদিকরা যুক্ত আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১