আপডেট : ১৩ February ২০১৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ বিষয়ের চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহমেদ ও একাডেমিক সুপারভাইজার শহিদুল ইসলাম প্রমূখ। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে দইখাওয়া আদর্শ কলেজ দল বিজয়ী হয়েছে।অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১