আপডেট : ১৩ February ২০১৯
পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আজ রোববার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের সফরে পাকিস্তানে কয়েকশ কোটি মার্কিন ডলারের সৌদি বিনিয়োগ নিয়ে চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি যুবরাজের সাথে দেশটির রাজ পরিবারের সদস্য, মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে গঠিত উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল থাকবে। ২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিয়োগ পাওয়ার পর যুবরাজ মোহাম্মদের জন্য এটাই প্রথম সরকারি বিদেশ সফর হতে যাচ্ছে। গত কয়েক দশক ধরেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ দাতা ও বিনিয়োগকারী দেশ সৌদি আরব। তবে ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপে পাকিস্তান সমর্থন দিতে অস্বীকৃতি জানালে দেশ দুইটির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১