আপডেট : ১৩ February ২০১৯
বহুল আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেমুল কায়েসের আদালত এ আদেশ দেন। আজ সাফাতের জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। জামিনে থাকা সাফাত আহমেদ আজ ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েসের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত বছরের ২৯ নভেম্বর সাফাত আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন একই বিচারক। এ ছাড়াও কারাগারে থাকা এই মামলার আসামি সাফাতের বন্ধু নাঈম আশরাফের জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। অপরদিকে আজ বুধবার এ মামলার ভিক্টিমকে জেরা করার দিন ধার্য ছিল। আদালতে তাকে জেরা করে আসামিপক্ষের আইনজীবী। তবে তাঁকে জেরা করা শেষে না হওয়ায় ট্রাইব্যুনাল পরবর্তী জেরার জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ওই ঘটনায় একই বছরের ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করে বনানী থানায় ধর্ষণের মামলা করেন এক ভুক্তভোগী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১