আপডেট : ১৩ February ২০১৯
আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফেনীর সাবেক জেলা জজ ফিরোজ আলম। এই অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ কীভাবে তাদের প্রটোকল দেবেন, সে ব্যাপারে চারটি নির্দেশনাসহ সার্কুলার ইস্যুর জন্য রেজিস্ট্রার জেনারেল অফিস ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে ফিরোজ আলমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। এর আগে ২০০৩ সালে হাইকোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে প্রটোকল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন জেলা ও দায়রা জজ ফিরোজ আলম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১